পহেলা বৈশাখের প্রস্তুতিঃ সহজ ৪টি উপায় মাথায় রাখুন 0 639

বৈশাখের প্রস্তুতি

পহেলা বৈশাখ বাঙালি জীবনের একটি প্রধান উৎসব- বাংলা বছরের প্রথম দিন। এই দিন নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য সকাল থেকেই উৎসবের সাজে সাজতে থাকে গোটা দেশ। নারী-পুরুষেরা ঐতিহ্যবাহী শাড়ি ও পাঞ্জাবী পরে উদযাপন করতে বের হয় সম্রাট আকবর প্রচলিত এই নববর্ষকে। পহেলা বৈশাখের দিনে বিভিন্ন মেলা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করা হয় বৈশাখ মাসের এই প্রথম দিনটিকে।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি হিসেবে খেয়াল রাখবেন যে ৪টি বিষয়
১) নতুন পোশাক
নতুন পোষাক বলতে মূলত শাড়ি ও পাঞ্জাবী কেনার দিকেই তরুণ-তরুণিদের আগ্রহ বেশি। তবে মেয়েদের সালোয়ার কামিজ বা ছেলেদের শার্ট-প্যান্টও বেশ জনপ্রিয় পোষাক বৈশাখের। এক্ষেত্রে রঙের দিকে লক্ষ্য রাখা দরকার। উৎসবের রঙ হিসেবে লাল বা অন্য যেকোন উজ্জ্বল রঙই ভালো মানাবে। তাছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে প্রিয়জন বা বাবা-মাকেও উপহার দিতে পারেন শাড়ি-পাঞ্জাবী। কারণ রঙে রঙে উৎসব মাতাতে নতুন পোষাক দিতে পারে চমৎকার আবহ।
২) কোথায় ঘুরতে যাবেন আগেই ঠিক করা
নববর্ষের দিনে অনেকেরই ঘোরার প্ল্যান থাকে- কখনো বন্ধুদের নিয়ে আবার কখনো প্রিয়জনকে সাথে নিয়ে। রমনা বটমূল, টিএসসি, শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন স্থানে পহেলা বৈশাখের মেলা সহ বিভিন্ন ধরণের আয়োজন থাকে। এক্ষেত্রে আগেই ঠিক করে নিলে বৈশাখী ঘোরাফেরা হয়ে উঠতে পারে আরো উপভোগ্য। তবে ঘোরার জন্য অধিক ভীড়ের জায়গাগুলো এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে।
৩) ঐতিহ্যবাহী খাবারের আয়োজন
পহেলা বৈশাখ পালন করবেন কিন্তু পান্তা-ইলিশ খাবেন না, তা কি হয়? নববর্ষ উপলক্ষে ঘরে ঘরে আয়োজন করা হয় বাঙালি ঐতিহ্যবাহী খাবারের। যেহেতু এদিন সরকারী ছুটি, তাই বাসার সবাই মিলে একসাথে বসে এরকম একটা ভোজন উৎসবের আমেজ বাড়িয়ে তুলতে পারে অনেকগুন। এক্ষেত্রে প্রস্তুতি হিসেবে ঘরের বাজার-সদাই আগেই করে রাখতে হবে। চেষ্টা করবেন- দাম ও মানের একটা ভারসাম্য বজায় রাখতে।
৪) প্রিয়জনকে উপহার
উপহার ছাড়া কোনো উৎসবই যেন ঠিক জমে না। পহেলা বৈশাখও এর ব্যতিক্রম না। দিনটিকে স্মরণীয় করে রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রিয় মানুষটির মুখে হাসি ফোটানো। আর এই কাজটি পৃথিবীতে উপহারের চেয়ে ভালো কেউ পারে না। তাই স্পেশাল মানুষটির জন্য একটি চমৎকার উপহার আপনার দিনটিকেও করে তুলতে পারে অনন্য।

ভুরি ভুরি পহেলা বৈশাখ পালনের টিপস নয়, বরং এই কয়টি বিষয় খেয়াল রাখলেই আপনি পেতে পারেন দারুণ একটি পহেলা বৈশাখ। কিন্তু আমরা অনেকেই কোথায় থেকে বৈশাখের এইসব কেনাকাটা করবো তা নিয়ে সংশয়ে থাকি- এক্ষেত্রে অনলাইনে পহেলা বৈশাখ শপিং হতে পারে আপনার জন্য সেরা একটি সমাধান। কারণ এখন ঘরে বসেই পহেলা বৈশাখের সেরা কেনাকাটা হচ্ছে আরো সহজে। শুভ নববর্ষ ১৪২৮!

Previous ArticleNext Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনেক খেলেও ওজন বাড়ায় না যেসব খাবার 0 595

ওজন না বাড়ানোর খাবার

যারা ওজন কম রাখতে চান, সাধারণত তারা কম খান। তবে কম খাওয়া মানেই ওজন কম রাখা নয় কিংবা বেশি খেলেই ওজন বেড়ে যাবে-এমন কোনো কথা নেই। কিছু খাবার আছে যা প্রচুর পরিমাণে খেলেও আপনার ওজন বাড়বে না। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু খাবার সম্পর্কে যা প্রচুর খেলেও আপনার ওজন থাকবে নিয়ন্ত্রণে।

পালং শাক : পালং শাক শীতকালের একটি জনপ্রিয় সবজি। এতে আয়রন, জিংক এবং ম্যাগনেশিয়াম, ভিটামিন কে, ভিটামিন এ রয়েছে। শাকটিতে ক্যালরির পরিমাণ খুবই কম। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। পালং শাকে আয়রন, ফলিত এবং অন্য পুষ্টি উপাদান ত্বক, চুলের স্বাস্থ্যের জন্য উপকারী এবং হিমোগ্লোবিন তৈরিতে সহায়ক।

গাজর : গাজরে রয়েছে ভিটামিন এ, যা চোখের সুস্থতা এবং দৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ। শীতকালীন এই সবজিতে ক্যালরির পরিমাণ কম, ফাইবার সমৃদ্ধ এবং অন্যান্য পুষ্টিতে ভরপুর। স্বাস্থ্যসম্মত উপায়ে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে গাজর।

পপকর্ন : ওজন নিয়ন্ত্রণে সহায়ক চমৎকার খাবার পপকর্ন। প্রতি কাপ পপকর্নে মাত্র ৩০ ক্যালরি থাকে এবং এটি পলিফেনলস নামে এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা প্রদাহ কমাতে সহায়তা করে।  এটি হজমক্রিয়া ঠিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।

সবুজ ডাল : সবুজ ডালে প্রচুর পরিমাণে ফাইবার এবং পটাশিয়াম রয়েছে, যা ওজন নিয়ন্ত্রণের জন্য উপকারী। এ ছাড়া এটি ফলিত, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি১, ফসফরাস, আয়রন কপার, পটাশিয়াম এবং জিংকে ভরপুর। এগুলো ত্বকের স্বাস্থ্য, হজমক্রিয়া এবং অন্যান্য জটিল রোগের জন্য উপকারী।

আপেল : বিদেশি ফল হলেও আপেল খুবই সহজলভ্য। এটি বিভিন্নভাবেই ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। এর গন্ধ ক্ষুধা দমন করে।আপেলে ভিটামিন সি, ভিটামিন কে এবং পটাশিয়াম রয়েছে, যা দ্রুত হজমে সহায়ক এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।

স্বাস্থ্যসম্মত খাবার খেয়ে ও ওজন কমানোর উপায় ডায়েট চার্ট মেনে চললে ওজন থাকবে আপনার নিয়ন্ত্রণে, শরীর থাকবে সুস্থ।

আরও পড়ুনঃ<< ১০ মিনিট এই উপায়ে দড়ি লাফালেই কমবে মেদ

বগলের দুর্গন্ধ কমানোর সহজ উপায় 0 849

ঘামের দুর্গন্ধ দূর করার উপায়

শরীরে বা বগলে দুর্গন্ধ তৈরি হয়েছে? সুগন্ধি সাবান বা শাওয়ার জেল দিয়ে গোসল করেও বগলের দুর্গন্ধ যাচ্ছে না? বাইরে বের হলেই ব্যাগে মোবাইল, হেডফোনের পাশাপাশি পকেট ডিওডোরেন্ট রাখা একান্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে? তবে কেন এই দুর্গন্ধ হচ্ছে আর কীভাবে তা দূর করা যায় সে বিষয়ে জানা একান্ত জরুরি। শরীর কিংবা বগলের গন্ধ কমানোর উপায় জেনে নেয়া যাক এখনই। 

যে কারণে বগলে দুর্গন্ধ হয় :

ত্বক বিশেষজ্ঞরা বলছেন, গায়ে গন্ধ তৈরি হওয়া, বিশেষ করে বগলে গন্ধ হওয়া একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এটি পিউবার্টির সময় শুরু হয়ে চলে আজীবন। তবে অতিরিক্ত দুর্গন্ধ হওয়াটা একটা সমস্যা। শরীরে দুর্গন্ধের জন্য দায়ী হচ্ছে বিও এনজাইম। এই বিও এনজাইম এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়ার মধ্যে থাকে। আর এই ব্যাকটিরিয়া বাসা বাঁধে আমাদের বাহুমূলে। সে কারণে দুর্গন্ধের সৃষ্টি হয়। নানা রকম পারফিউম বা ডিওডোরেন্ট ব্যবহার করেও সাময়িকভাবে দুর্গন্ধ গেলেও তা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায় না।

যা করলে বগলে দুর্গন্ধ থাকবে না:

আপনি যে খাবার খাচ্ছেন, সমস্যা তাতেই রয়েছে। চিকিৎসকেরা বলেন, আপনি যা খাচ্ছেন সেখান থেকে যৌগ ভেঙ্গে সরলীকরণ হয়, সেই পদ্ধতিতে সমস্যা থাকছে। খাবারে সালফারের পরিমাণ বেশি থাকলে অনেকের গায়ে দুর্গন্ধ হয়। রেড মিট, ডিম, পেঁয়াজ, ব্রকোলি, রসুন ইত্যাদি খবারে সালফারের পরিমাণ বেশি থাকে।

সব খাবারে আলাদা আলাদা রকম ব্যাকটেরিয়া থাকে। এ সব খাবার খেলে নানা রকমের গন্ধ তৈরি হয়। ঘাম উৎপাদক সোয়েট গ্ল্যান্ডের ব্যাকটেরিয়াল ব্রেক ডাউনের ফলে দুর্গন্ধ হয়। এই ধরণের খাবার খেতে হলে খাওয়ার পরপর বেশি করে পানি খান। গায়ের গন্ধ দূর করতে আরো কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে।

১. বেশি অ্যালকোহল পান করলে আপনার স্বেদ গ্রন্থি অ্যাসিডিক হয়ে যায়। এর ফলে গায়ে দুর্গন্ধ হয়। যাদের গায়ে দুর্গন্ধ বেশি হয়, তারা এই বিষয়টি খেয়াল রাখবেন। অনেক সমস্য অতিরিক্ত মদ্যপানে মাইগ্রেন বা মাথাত পিছনে ব্যথাও হতে পারে।

২. মানসিক ভাবে উদ্বিগ্ন থাকলে দেহের অ্যাপোক্রিন গ্রন্থি সক্রিয় হয়ে ওঠে। এই গ্রন্থি মানুষের সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেমকে আরও উত্তেজিত করে তোলে। এর ফলে সৃষ্ট স্ট্রেস দুর্গন্ধ বাড়িয়ে দেয়। সুতরাং মানসিক চাপ বেশি নেবেন না।

৩. বয়ঃসন্ধিতে অনেকের শরীরেই দুর্গন্ধের সমস্যা হয়। কিন্তু অনেক দিন পেরিয়ে গেলেও সমস্যা চলতে থাকলে বুঝতে হবে বড় কিছু শারীরিক সমস্যা রয়েছে। যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের অনেক সময় গায়ে দুর্গন্ধ হয়।

এছাড়াও পড়ুনঃ শীতকালেও কি জুতা-মোজা পরলে পায়ে গন্ধ করে?

৪. অনেক সময় দেখা যায় পেট ভরে না খেলে শরীরে পুষ্টির অভাব দেখা দিলে ঘামে দুর্গন্ধ হয়। এ ছাড়া শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে ঘাম থেকে বাজে গন্ধ হয়। এ ছাড়া শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে ঘাম থেকে বাজে গন্ধ হয়। তাই পুষ্টিপূর্ণ করার দিকে নজর দিন।

স্মার্টনেসের জন্য আপনাকে হতে হবে দুর্গন্ধ মুক্ত। বগলের গন্ধ কমানোর উপায় গুলো মেনে চলে হয়ে যান সুপার স্মার্ট আজই।