গানের শিরোনামঃ সাবাস বাংলাদেশ – (Besh Besh Shabash Bangladesh Cricket Song by Asif Abbar)
কন্ঠঃ আসিফ আকবর
কথাঃ সোহেল আরমান
সুরঃ ইবরার টিপু
অ্যালবামঃ কেন তুমি সুখে থাকবে
প্রকাশকালঃ ২০০৪
ব্যানারঃ সাউন্ডটেক
গানের কথাঃ
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ……
ও……
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ
ও……
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ
তাকধিনাধিন ধিন ধিন তা,
প্রাণপণে লড়ে যা,
জয় হবে নিশ্চিত, দুঃখ ভুলে যা(২)
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ
বাংলা মায়ের দামাল ছেলে
খেলবে ছয়ে আর চারে
জয়ের নেশায় হেসে খেলে
ভাঙ্গবে উইকেট বারে বারে(২)
ও……
দুলছে সবাই, গাইছে সবাই
করতালি মাঠে
বিশ্বকাপের স্বপ্ন দ্যাখে
প্রাণে জোয়ার ওঠে(২)
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ……
উল্লেখ্য, ক্রিকেট পাগল জাতি বাংলাদেশীদের জন্য ক্রিকেট সম্পর্কিত এই সাবাশ বাংলাদেশ গানটি কেবলই একটি গান নয়। এটির সাথে জড়িত ক্রিকেট প্রেমী বাংলাদেশীদের আবেগ, ক্রিকেটের প্রতি ভালবাসা। ক্রিকেট খেলা হলেই যেন এ গানটি হয়ে যায় এক টুকরো বাংলাদেশ। ক্রিকেটের আবেগে নির্মিত এ গানটির (সাবাস বাংলাদেশ lyrics) লিরিক দেখে সবাই গুন গুন করে অনুপ্রেরণা দিক ক্রিকেট কে। এগিয়ে যাক বাংলাদেশ ক্রিকেট। সাবাশ বাংলাদেশ!